ঢাকা, শনিবার   ১২ অক্টোবর ২০২৪,   আশ্বিন ২৭ ১৪৩১

ইংল্যান্ডের ফুটবলার ম্যাথু চার্লস ফ্রায়াটের জন্মদিন আজ

প্রকাশিত : ০৬:৪০ পিএম, ৫ মার্চ ২০১৬ শনিবার | আপডেট: ০৬:৪০ পিএম, ৫ মার্চ ২০১৬ শনিবার

ম্যাথু চার্লস ফ্রায়াট। ইংল্যান্ডের পেশাদার ফুটবলার। আর বর্তমানে খেলছেন নটিংহ্যাম ফরেস্ট ক্লাবে স্ট্রাইকার হিসেবে। ১৯৮৬ সালে আজকের এই দিনে ইংল্যান্ডে নানিটন শহরে জন্মগ্রহন করেন তিনি। চলুন ম্যাথু চার্লস ফ্রায়াটের ৩০তম জন্মদিনে জেনে নেই তাঁর ক্যারিয়ারের উল্লেখযোগ্য কিছু দিক। পুরো নাম ম্যাথু চার্লস ফ্রায়াট। সবার কাছে খুব কম সময়ে চার্লস নামেই বেশি পরিচিতি লাভ করেছেন এই ইংলিশ ফুটবলার। স্কুল জীবন থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর স্বপ্ন পূরর্ণের লক্ষ্যে প্রথম খেলা শুরু করেন ওঅলসো ক্লাবের হয়ে। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে। যুব ক্যারিয়ারে এই ক্লাবের হয়ে খেলেন ২০০৩ সাল পর্যন্ত। ভালো খেলায় ডাক পেয়েছেন বয়সভিত্তিক দলেও। ২০০৩ থেকে খেলেন ২০০৬ সাল পর্যন্ত। আর এই ক্লাবের হয়ে ধারে খেলেন কার্লাইল ক্লাবে। ২০০৬ সালে নতুন করে চুক্তিবদ্ধ হন লিস্টার সিটিতে। আর এই ক্লাবের জার্সি গায়ে খেলেন ক্যারিয়ারের সবচেয়ে বেশি ম্যাচ। ২০০৬ সালে প্রেস্টন নর্থ ইংল্যান্ডের বিপক্ষে ৯ সেকেন্ডে  গোল করে বিশ্ব রের্কড গড়েন তিনি। চার্লস ক্যারিয়ারে ডাক পেয়েছেন অনেক ক্লাব থেকে। ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত খেলেন হাল সিটি ক্লাবের হয়ে। এরপর যোগদেন নটিংহ্যাম ফরেস্টে। আর ২০১৪ সাল থেকে এই ক্লাবের হয়ে খেলছেন এই ইংলিশ স্ট্রাইকার। চার্লস শুধু ক্লাব নয় খেলেছেন জাতীয় দলেও। ২০০৪ থেকে ২০০৫ সাল পর্যন্ত মাঠে নামেন ইংল্যান্ড অনুর্ধ্ব-১৯ দলের হয়ে। তবে, ইংল্যান্ডের মূল দলে খেলার প্রত্যাশায় পহোর গুনছেন তিনি।