ঢাকা, শুক্রবার   ২২ আগস্ট ২০২৫,   ভাদ্র ৬ ১৪৩২

হিলিতে ২ নারী মাদক ব্যবসায়ী আটক

হিলি (দিনাজপুর) প্রতিনিধি :

প্রকাশিত : ০৩:৫৫ পিএম, ৬ জুলাই ২০১৯ শনিবার

দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ফেন্সিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাতে হিলির উত্তর বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তাদের আটক হাকিমপুর থানা পুলিশ।

আটককৃতরা হলেন, জয়পুরহাট জেলা সদরের লুৎফর রহমানের স্ত্রী ইতি বেগম (২৩), একই জেলার পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী রুনা খাতুন (২৫)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মাদক ক্রয় বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালায়। শুক্রবার রাতে হিলির উত্তরবাসুদেবপুর এলাকার আব্দুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে ভাড়াটিয়া ইতি বেগম ও রুনা খাতুনকে আটক করে পুলিশ। পরে ঘরে তল্লাশী চালিয়ে দুটি পৃথক ব্যাগের ভেতর হতে ৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

এমএস/