ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

গ্যাস সংকটের কারণে রপ্তানী আয়ের টার্গেট বাস্তবায়ন কঠিন হবে

প্রকাশিত : ০২:০৮ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৫:৩৫ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার

গ্যাস সংকটের কারণে উৎপাদন কমে যাওয়ায় চাহিদা মতো পোষাক রপ্তানী করতে পারছে না তৈরী পোষাক খাত। এতে ২০২১ সাল নাগাদ ৫০ বিলিয়ন ডলার রপ্তানী আয়ের টার্গেট বাস্তবায়ন কঠিন হবে বলে জানিয়েছেন, তৈরী পোষাক মালিক ও সংগঠনের নেতারা। তবে তিতাস কর্তৃপক্ষ বলছে, সমস্যা অনেক কমে এসেছে। আগামীতে গ্যাসের চাপ আরো বাড়বে বলেও জানান তারা। দেশে মোট গ্যাসের চাহিদা প্রায় সাড়ে ৩ হাজার ঘনফুটেরও বেশী। কিন্তু উৎপাদন হচ্ছে প্রায় ২৭শ ঘনফুট। আবার নতুন কারখানা সহ বিভিন্ন কারনে গ্যাসের চাহিদা বাড়ছেই। অন্য দিকে বেশ কিছু এলাকায় গ্যাসের অবৈধ লাইনও আছে। এই অবস্থায় গ্যাসের চাপ বাড়াতে সরকার টাঙ্গাইলের এলেঙ্গা ও আশুগঞ্জে দুটি কম্প্রেসার বসালেও কারাখানায় কাঙ্খিত চাপের গ্যাস পাচ্ছেনা। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে তৈরী পোষাক শিল্প। সংশ্লিস্টরা বলছেন, সাভার, গাজীপুর ও শফিপুরে ৩ হাজারের বেশী গার্মেন্ট রয়েছে। তাই এসব এলাকার কারখানায় গ্যাস সরবরাহ বাড়ানো জরুরী বলে মনে করেন সংশ্লিস্টরা। গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে মধ্যম আয়ের দেশ হতে তৈরী পোষাক খাত সহায়ক হবে বলে মনেও মনে করছেন তারা। তবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ বলছে, উৎপাদনের পুরোটাই সরবরাহ করছেন তারা। কিছুদিনের মধ্যে সমস্যা কমে আসবে বলে জানান তিতাসের এই পরিচালক। যতদ্রুত গ্যাসের চাপ বাড়ানো যাবে দেশের অর্থনীতির জন্য ততই মঙ্গলজনক বলে মন্তব্য করেন তেরী পোষাক শিল্প মালিকরা।