ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫,   শ্রাবণ ২ ১৪৩২

গ্রীসে নিউ ডেমোক্রেসি পার্টির বিপুল জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ইউরোপের দেশ গ্রীসের জাতীয় নির্বাচনে নিউ ডেমোক্রেসি পার্টি বিপুল ভোটে জয়লাভ করেছে। প্রায় ৭৫ শতাংশ ভোট গণনার পর এ ফল দেখা যায়। এতে নিউ ডেমোক্রেসি পার্টি পায় ৩৯ দশমিক ৬ শতাংশ ভোট।

গ্রীসের নির্বাচন কমিশন জানিয়েছে, সোমবার (৮ জুলাই) স্থানীয় সময় দুপুর ১টায় বিপুল ভোটে জয়লাভ করে রক্ষণশীল নেতা কিরিয়াকোস মিতসোতাকিস। দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।

জয়ের পর কিরিয়াকোস নিউ ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে গ্রীসবাসীর প্রতি ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘সামনে অনেক কাজ; স্বচ্ছতা এবং পূর্ণ গণতন্ত্র গ্রীসে ফিরে আসবে এবং আমাদের কণ্ঠস্বর গোটা ইউরোপ শুনবে।’

তবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস পরাজয় মেনে নিয়ে টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, ‘ফলাফল নির্ধারিত হয়ে গেছে। তবে আমরা আবারো ফিরে আসবো।’

এমএইচ/