ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

বাংলাদেশে আসছেন মাহাথির মোহাম্মদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৮ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বাংলাদেশ সফরে আসছেন। এ বছরের শেষ দিকে কিংবা আগামী বছরের শুরুর দিকে তিনি আসতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন বিন আবদুল্লাহর সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান।

ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উপলক্ষে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান,মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর যথেষ্ট বয়স হয়েছে। তবুও আমরা চাই বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকীতে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু এদেশে আসুক। এ কারণেই আমরা তাকে আমন্ত্রণ জানিয়েছি।

মাহাথির মোহাম্মদ ১৯৮১ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ক্ষমতাসীন দল পর পর পাঁচবার সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করে। ২০০৩ সালের ৩০শে অক্টোবর তিনি স্বেচ্ছায় প্রধানমন্ত্রীর পদ ছেড়ে দেন।

অবসর গ্রহণের দীর্ঘ পনের বছর পর ৯২ বছর বয়েসে প্রধানমন্ত্রী নাজিব রাজাকের ব্যাপক দুর্নীতি সংশ্লিষ্টতার কারণে তিনি আবারও রাজনীতিতে আসেন। ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে জয়ের পর তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন।

এমএইচ/