ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

নয়া ভ্যাটনীতি বাজেট বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩২ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

‘চলতি বছরের ভ্যাট নীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হলো ইনসেনটিভ। সেটি হচ্ছে যেসব প্রতিষ্ঠান ১৫% পর্যন্ত ভ্যাট প্রদান করবে তারা ১৫% কর রেয়াত পাবে। এই ভ্যাটনীতি বাজেট বাস্তবায়নে ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

গত শনিবার ঢাকায় ‘ব্যবসা বাণিজ্য ও শিল্পে নয়া ভ্যাট আইনের প্রভাব’ শীর্ষক এক কর্মশালা বার্জারের সাবেক অর্থ পরিচালক আবদুল খালেক এ কথা বলেন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ট্যাক্সেশনাল পলিসি রিসার্চ (আইসিটিপিআর) এর উদ্যোগে এ কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (ভ্যাট পলিসি) ডঃ আবদুল মান্নান শিকদার, আইসিএবির সাবেক সভাপতি মসিহ মালেক চৌধুরী, সিইও আবদুল খালেক, ইস্টার্ন ইউনিভার্সিটির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরী।

আইসিএবির সাবেক সভাপতি মসিহ মালেক চৌধুরী বলেন, জাতীয় অর্থনীতিতে ভ্যাটের ব্যাপক অবদান রয়েছে। বর্তমান সরকারের বিশাল বাজেট বাস্তবায়ন করতে হলে ভ্যাট নীতিকে ফলপ্রসু করতে হবে।

কর্মশালায় শীর্ষস্থানীয় দেশীয় ও মাল্টিন্যাশনাল কোম্পানীর পদস্থ কর্মকর্তাগণ যোগদান করেন ।

এএইচ/