ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

টঙ্গীতে নবম শ্রেণির ছাত্র নি*হ*ত (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০৭ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ১০:১৭ পিএম, ২৬ নভেম্বর ২০২৪ মঙ্গলবার

গাজীপুরের টঙ্গীর বিসিক শিল্প এলাকায় নবম শ্রেণির ছাত্র শুভ আহম্মেদকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাতে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রোববার রাত ৯টার দিকে শুভ চুল কাটানোর জন্য বাইরে যায়। এরপর রাত ২টার দিকে বিসিক এলাকার সড়কে তার রক্তাক্ত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে এবং মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।