ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৫ ১৪৩০

ধামরাইয়ে মাদক বিক্রেতাদের শাস্তির দাবিতে বিক্ষোভ

ধামরাই প্রতিনিধি

প্রকাশিত : ০৫:১৯ পিএম, ৮ জুলাই ২০১৯ সোমবার

ধামরাইয়ে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ীদের ছুরিকাঘাতে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস ও তার বাবা কাউসার ফেরদৌস আহতের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।

সোমবার ( ৮ জুলাই) সকালে ধামরাইয়ের কুমড়াইল এলাকা থেকে এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইসলামপুর বাসস্ট্যান্ডে এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে মিলিত হয়। এসময় এলাকাবাসী  চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কু গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, মাদক বিক্রি ও সেবনে বাধা দেওয়ায় গত ৩ জুলাই রাতে ধামরাইয়ের কুমড়াইল এলাকার নিজ বাসার সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাউসার ফেরদৌসকে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী সজিব, শাহীন ও টুক্কুসহ কয়েকজন ছুরিকাঘাত করে। এসময় তার ছেলে কলেজ ছাত্র বিজয় ফেরদৌস এগিয়ে আসলে তারা তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে বাবা ও ছেলেকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে আইসিওতে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।

এদের মধ্যে  বিজয় ফেরদৌসের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

এএইচ/এসি