ঢাকা, রবিবার   ১৯ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বারাক ওবামার আলোচনা

প্রকাশিত : ০২:১১ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০২:১১ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। নির্বাচনী প্রচারণায় পরস্পরের প্রতি কাদা ছোঁড়াছুড়ি থাকলেও, বৈঠকের চিত্র ছিলো পুরোপুরি ভিন্ন। ট্রাম্পকে ওবামা বলেন, আপনি সফল হলেই, সফল হবে যুক্তরাষ্ট্র। বৈঠকের পর দুজনই একে অপরের প্রশংসা করেন। আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো হোয়াইট হাউজে বারাক ওবামার সঙ্গে বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প। ওবামার আমন্ত্রণে হোয়াইট হাউসে গিয়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে বৈঠক করেন ট্রাম্প। পরে সাংবাদিকদের ওবামা জানান, নবনির্বাচিত প্রেসিডেন্টের সঙ্গে চমৎকার বৈঠক হয়েছে। এ’সময় অভ্যন্তরীণ ও পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করেন তারা। ভবিষ্যতেও ট্রাম্পকে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন ওবামা। বলেন, ট্রাম্পের সফলতা মানেই যুক্তরাষ্ট্রের সফলতা। ওভাল অফিসে বৈঠকের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, অনেক বিষয়েই তাদের মধ্যে আলোচনা হয়েছে। ভবিষ্যতে আরো বৈঠকের আশা ব্যক্ত করেন ট্রাম্প। এছাড়া, হোয়াইট হাউজে বৈঠক করেছেন মেলানিয়া ট্রাম্প ও মিশেল ওবামা।