ঢাকা, বৃহস্পতিবার   ১৭ জুলাই ২০২৫,   শ্রাবণ ১ ১৪৩২

সন্ধ্যায় ঢাকায় আসছেন বান কি মুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ৯ জুলাই ২০১৯ মঙ্গলবার

আজ মঙ্গলবার (০৯ জুলাই) ঢাকায় আসছেন জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন। তিনি সন্ধ্যায় ঢাকা পৌঁছাবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ঢাকায় আয়োজিত গ্লোবাল কমিশন অন অ্যাডাপ্টেশন (জিসিএ)- শীর্ষক সম্মেলনে যোগ দিতে আসছেন বান কি মুন। সন্ধ্যায় বিমানবন্দরে তাকে স্বাগত জানাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আগামীকাল বুধবার (১০ ‍জুলাই) জিসিএ সম্মেলনে যোগ দেবেন তিনি।

জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এর আগে ২০১১ সালে জলবায়ু বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে ঢাকায় এসেছিলেন।

এসএ/