ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

আফগানিস্তানে জার্মান দূতাবাসে আত্মঘাতি হামলা, নিহত ২ আহত ৮০

প্রকাশিত : ০৩:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার | আপডেট: ০৩:৩৬ পিএম, ১১ নভেম্বর ২০১৬ শুক্রবার

আফগানিস্তানে জার্মান দূতাবাসে আত্মঘাতি গাড়ি বোমা হামলায় দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৮০ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির মাজার-ই-শরিফ শহরে হামলার এই ঘটনা ঘটে। হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তালেবান। সম্প্রতি বিমান হামলায় দেশটির উত্তরাঞ্চলীয় কুন্দুজ শহরে বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তালেবান। বোমা হামলায় দূতাবাসের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ন্যাটোর মুখপাত্র।