ঢাকা, বুধবার   ০১ মে ২০২৪,   বৈশাখ ১৭ ১৪৩১

ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় দিনের খেলা শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১০ জুলাই ২০১৯ বুধবার

চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের বাকি অংশের খেলা আজ বুধবার মাঠে গড়িয়েছে। ম্যানচেস্টারে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হয় বৃষ্টি বিঘ্নিত ম্যাচের দ্বিতীয় দিনের খেলা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৮ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৬ উইকেটে ২২৫ রান। ৪৮তম ওভারের শেষ বলেই রান আউট হয়ে ফেরেন রস টেলর ৭৪ রানে।

এর আগে মঙ্গলবার ভারতের বিপক্ষে মেঘাচ্ছন্ন আকাশে টস জিতে ব্যাটিং নিয়ে প্রশ্নবিদ্ধ হন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। দলীয় ১ রানে বিদায় নেন ওপেনার মার্টিন গাপটিল। আরেক ওপেনার হেনরি নিকোলস করেন ২৮ রান।

উইলিয়ামসন ও রস টেইলর গড়েন ৬৫ রানের জুটি। ব্যক্তিগত ৬৭ রানে চাহালের শিকার হন কিউই দলপতি। পরে ৪৬ ওভার এক বল খেলা শেষে অঝোরে বৃষ্টি নামলে ম্যাচটি বন্ধ হয়ে যায়। সে সময় নিউজিল্যান্ডের রান ছিল ৫ উইকেটে ২১১। টেইলর ৬৭ এবং টম লাথাম ৩ রান করে অপরাজিত ছিলেন।