ঢাকা, শনিবার   ১৮ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঝিনাইদহে নলকূপ নিয়ে গুজব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯ এএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

বিজ্ঞানের বিকাশ যখন তুঙ্গে তখনও গুজব ছড়িয়ে পড়ে বাতাসে ভর করে। এমনি গুজব এখন ঝিনাইদহে। গুজবের হাত ধরে একটি নলকূপের পানি  এখন ক্যান্সার, প্যারালাসিস, গ্যাস্ট্রিক, আমাশয়সহ নানা জটিল রোগের ওষুধ।  প্রতিদিন দুর-দুরান্ত থেকে পানি নিতে আসছে মানুষ। আর চিকিৎসকরা বলছেন, নলকুপের পানিতে রোগ মুক্তির কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই ।

ঝিনাইদহ শহর থেকে ২০ কিলোমিটার দুরে মধুহাটি ইউনিয়নের বাজার গোপালপুর গ্রাম। এ গ্রামের পুর্বপাড়ার বেলেমাঠের মান্দার আলী মন্ডলের জমিতে একটি টিউবওয়েল বসানো হয়।

কয়েকদিন পর সেখানে শুকুর পালকারীরা নামে এক ব্যক্তি  আস্তানা গাড়ে। গুজব ছড়িয়ে দেয়, আশ-শেওড়া গাছের পাতা   ওই টিউবওয়েলের পানির সঙ্গে পান করলে সব রোগ ভাল হয়ে যায়। এর পর ওই টিউবওয়েলের পানি নেয়ার জন্য প্রতিদিন জড়ো হচ্ছে হাজার হাজার মানুষ

মানুষের চাপ সমলাতে নলকুপে ব্যবহার করা হচ্ছে বৈদ্যুৎতিক মোটর। এদিকে এ পানি নিয়ে নানান মন্তব্য বিভিন্ন শেণি পেশার মানুষের।

স্থানীয় ইউপি চেয়ারম্যানের দাবি করেছেন, পানি পান করে তার রোগ ভাল হয়েছে।

স্থানীয় মেডিকেল অফিসার জানান, টিউবওয়েলের পানিতে রোগমুক্তির সুযোগ নেই।

উপজেলা প্রশাসন বলছে, তদন্ত করে  ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ বলছে, বিষয়টি তাদের নজরদারিতে আছে।