ঢাকা, রবিবার   ৩১ আগস্ট ২০২৫,   ভাদ্র ১৫ ১৪৩২

উইম্বলডন টেনিসের সেমিতে ফেদেরারের প্রতিপক্ষ নাদাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৬:৩৭ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

উইম্বলডন টেনিসের সেমিফাইনাল নিশ্চিত করেছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রজার ফেদেরার। কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে জাপানের কেই নিশিকোরিকে হারিয়েছেন সুইস আইকন রজার ফেদেরার। উইম্বলডন টেনিসে রজার ফেদেরারের এটি শততম জয়।

প্রথম সেটে দুর্দান্ত জয় নিয়েও পরবর্তী সেটেগুলোতে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান নিশিকোরি। প্রথম সেটের লড়াইয়ে ফেদেরার হেরে যান ৬-৪ গেমে। পিছিয়ে পরে পরের তিন সেটেই জয় তুলে নেন ৬-১, ৬-৪ ও ৬-৪ গেমে।

আর এই জয়ে শেষ চারে জায়গা করে নেন শিরোপা প্রত্যাশী রজার ফেদেরার। সেমিফাইনালে তার প্রতিপক্ষ রাফায়েল নাদাল।

আরকে//