ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৮ ১৪৩১

উচ্ছেদে হামলাকারী ৩ জনকে কারাদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২০ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ০৯:২১ পিএম, ১১ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ঢাকার আশপাশের নদ-নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে বিআইডব্লিউটিএ। সকালে পোস্তগোলা ব্রিজের নিকটবর্তী শ্মশানঘাটে উচ্ছেদ অভিযান শুরু করে ভ্রাম্যমান আদালত। এ সময় বাধার মুখে পড়ে উচ্ছেদ পরিচালনাকরী দল। শ্মশান ঘাটের ইজারাদার বাপ্পি ও তার দুই ভাইয়ের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলা হয়।

হামলায় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ চার-পাঁচ জন আহত হয়। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করে তিন মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তবে বাপ্পীর দুই ভাই রিপন ও ইউনুস ট্রলারে করে পালিয়ে যায়।

পরে ভেঙে গুড়িয়ে দেয়া হয় শতাধিক ছোট-বড় স্থাপনা। জব্দ করা হয় বিপুল পরিমাণ লোহা ও বালু। ভয়ভীতি দেখিয়ে উচ্ছেদ কার্যক্রম বন্ধ করা যাবে না বলে হুশিয়ারী দিয়েছেন বিআইডব্লিউটিএর কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, হামলাকারীরা সরকারি কাজে সব ধরনের বাধা দেয়ার জন্যই এ ধরনের হামলা চালিয়েছে।
তারা খুবই উদ্ধত আচরণ করেছে। তারা আমাদের লোকদের ওপর শারীরিকভাবে খারাপ ব্যবহার করেছে।

বিআইডব্লিউটিএ’র ম্যাজিস্ট্রেট বলেন, আজ তারা হামলা করেছে। কিন্তু আমরা প্রমাণ করতে চাই যে, সরকারের চেয়ে কোনো হামলাকারী বড় নয়। কারো কোনো হুমকিতে বা হামলায় কাজ হবে না। উচ্ছেদ করেই ছাড়বো।

তবে চলতি মাসেই উচ্ছেদ অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হবে বলেও জানিয়েছেন তিনি।

দেখুন ভিডিও--

আরকে//