ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১২:০২ এএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ০৯:৩৭ এএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

২৮ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার রাত পৌনে ১০ টার দিকে সর্বশেষ বগিটি উদ্ধার করে রেল কর্তৃপক্ষ। এরপর প্রায় পৌনে এক ঘণ্টা মেরামতের কাজ শেষে লাইন ট্রেন চলার উপযোগী করা হয়।

পশ্চিমাঞ্চল রেলের প্রধান প্রকৌশলী আফজাল হোসেন জানান, বৃষ্টি ও রাতের কারণে দুর্ঘটনা কবলিত এলাকায় পুরোপুরি লাইন মেরামত করা সম্ভাব হয়নি। শুক্রবার সকাল থেকে আবার মেরামোত কাজ শুরু হবে। এর আগ পর্যন্ত এ লাইন দিয়ে সর্বোচ্চ ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে।

রেল সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে বিভিন্ন স্টেশনে আটকে পড়া রাজশাহীগামী ট্রেন ছেড়েছে। আর রাজশাহীতে ঢাকার উদ্দেশ্যে পদ্মা এক্সপ্রেস ছেড়ে যাবে রাত সাড়ে ১১ টায় এবং ধুমকেতু এক্সপ্রেস রাত ২টায়। এই দুইটি ট্রেনের মধ্যে পদ্মা এক্সপ্রেসের রাজশাহী থেকে ছাড়ার নির্ধারিত সময় ছিল বিকেল ৪টায় এবং ধুমকেতু রাত ১১টা ২০ মিনিটে।

এমএস/আরকে