ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৭ ১৪৩১

এটিএম শামসুজ্জামানকে দেখতে হাসপাতালে কবরী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার | আপডেট: ১১:৪৬ পিএম, ১২ জুলাই ২০১৯ শুক্রবার

বাংলা চলচিত্রে এক সময়ের জনপ্রিয় নায়ক, খলনায়ক ও কৌতুক অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) যান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অভিনেত্রী সারাহ বেগম কবরী। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১টায় এটিএমকে দেখতে হাসপাতালে যান কবরী। এ সময় তিনি সোনালী যুগের এ অভিনেতার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। কবরীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, মো. লিপ্টন, কণ্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার প্রমুখ।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল রাত ১১ টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় এটিএম শামসুজ্জামানকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে তার পিত্তথলির একটি নালীতে সফল অস্ত্রোপচার করা হয়। প্রায় দুই মাস পরে ১৫ জুন বিএসএমএমইউ’তে ভর্তি করানো হয় অভিনয়ের এই কিংবদন্তিকে। বর্তমানে তিনি অনেকটা সুস্থ হয়ে উঠছেন।

এমএস/এসি