ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

আবারও ভালোবাসার গল্পে তানজিন তিশা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:৩৮ পিএম, ১৩ জুলাই ২০১৯ শনিবার

অভিনেত্রী তানজিন তিশা। তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। অভিনয় দক্ষতা দিয়ে ইতিমধ্যে দর্শকদের হৃদয়ে স্থান করে নিয়েছেন তিনি। তার অভিনিত নাটকগুলো কিছুটা রোমান্টিক ঘরনার হয়ে থাকে। এবার ভালোবাসার গল্প নিয়ে নির্মিত আরও একটি নাটকে অভিনয় করলেন তিশা। তবে পূর্বের রোমান্টিক গল্পের নাটকগুলো থেকে এবারের নাটকটি কিছুটা ভিন্ন।

নাটকের নাম ‘শুনতে কী পাও’। এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। এতে তিশার বিপরীতে দেখা যাবে অপূর্বকে।

ভালোবাসার গল্প নিয়ে নির্মিত নতুন এ নাটকটি প্রসঙ্গে তানজিন তিশা বলেন, ‘নানাভাবে দু’জন মানুষের হৃদয়ের সম্পর্ক গড়ে ওঠে। কখনও তা হয়ে ওঠে পারিবারিক সংঘাতের, কখনও ভুল বোঝাবুঝি নিয়ে মনের টানাপড়েনের। আবার কখনও ত্যাগের মধ্য দিয়েও ভালোবাসার প্রকাশ দেখা যায়। যে জন্য ভালোবাসার গল্প নানাভাবে দর্শকের সামনে ধরা দেয়। ‘শুনতে কী পাও’ নাটকের গল্প আমার আগের নাটগুলো থেকে একেবারে আলাদা। অন্তত নাটক দেখার পর দর্শক তা স্বীকার করবেন।’

নির্মাতা জানান, কাব্য ও রায়া নামের শিক্ষক ও ছাত্রীর ভালোবাসা নিয়ে এ নাটকের গল্প। তাদের আগে থেকেই পরিচয় ছিল। একসময় কাব্য’র একটি শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরি হয়। ঘটনাক্রমে সেই শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী রায়া। কিন্তু কাব্য শিক্ষকতার জায়গা থেকে রায়াকে ভালোবাসার কথা বলতে পারে না। তাই একসময় বাধ্য হয়ে কাব্য চাকরি ছেড়ে দিয়ে রায়াকে তার ভালোবাসার কথা জানায়। এমনই গল্প নিয়ে নির্মিত এ নাটকটি।

আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে এটি।

এসএ/