ঢাকা, বৃহস্পতিবার   ০২ মে ২০২৪,   বৈশাখ ১৯ ১৪৩১

মোনয়েম খান ও তার পরিবারের দখলকরা জমিতে মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি

প্রকাশিত : ০৭:২৮ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৭:২৮ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম বিরোধীতাকারী ও পূর্বপাকিস্থানের গভর্ণর মোনয়েম খান ও তার পরিবারের দখলকরা জমিতে মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতাল নির্মাণের দাবি উঠেছে। শনিবার সকালে রাজধানীতে মানববন্ধন ও সমাবেশে এ দাবি জানান একাত্তরের ঘাতক দালার নির্মূল কমিটি ও মুক্তিযোদ্ধারা। দাবীর প্রতি সংহতি জানান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক। রাজধানীর বনানীতে জমিদখলকারি স্বাধীনতাবিরোধী মোনায়েম খানের বাড়ির সামনে এই মানববন্ধন। এতে অংশ নেন মুক্তিযোদ্ধা, ঘাতকদালাল নির্মূল কমিটির নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। যুদ্ধাপরাধীদের সব সম্পদ বাজেয়াপ্ত করার দাবি জানান তারা। মৃত যুদ্ধাপরাধীদের মরোনোত্তর বিচারও দাবি করেন তারা। একই সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, আশ্বস্ত করেন, মোনায়েম খানের পরিবারের দখল থেকে উদ্ধার করা জমিতে মুক্তিযোদ্ধারের জন্য হাসপাতাল নির্মান করা হবে। সারাদেশে যুদ্ধপরাধীদের দখলকৃত জমি মুক্ত করে মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করার জন্য সরকারের প্রতি দাবি জানান বক্তারা।