জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার আহবান
প্রকাশিত : ০৬:১৭ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:১৭ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার
জঙ্গীবাদ, সন্ত্রাস ও মাদক নির্মূলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানিয়েছেন বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ।
চট্টগ্রাম জেলা চামড়াজাত সামগ্রী ও পাদুকা শিল্প শ্রমিক লীগ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। বিকেলে নগরীর খুলশীতে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তব্য রাখেন শ্রমিক নেতারা। সমাবেশে বক্তরা পাদুকা শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরে এই শিল্পকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে সরকারের সহায়তার দাবী জানান।