ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে বিচার ব্যবস্থায় অসঙ্গতির অবসান হবে

প্রকাশিত : ০৬:০৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৬:০৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

পার্বত্য শান্তি চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন হলে পাহাড়ে বিচার ব্যবস্থায় যেসব অসঙ্গতি রয়েছে তার অবসান হবে বলে মন্তব্য করেছে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের  চেয়ারম্যান  জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা রাঙ্গামাটিতে উনিশ সালের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশন আইনের ইংরেজি ও বাংলার দ্বিতীয় সংস্করণের মোড়ক উন্মোচন অনুষ্টানে তিনি এই মন্তব্য করেন। চাকমা রাজা দেবাশীষ রায় ও আইনজীবী প্রতিকার চাকমা বইটির সম্পাদনা করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের আপীল বিভাগের বিচারপতি  মোঃ নিজামুল হক।