ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৬ ১৪৩১

ঢাকা-সিরাজগঞ্জ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১০:২০ এএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার | আপডেট: ১০:২১ এএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার

সিরাজগঞ্জ ও ঢাকা মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে ঢাকা-সিরাজগঞ্জ রুটে দ্বিতীয় দিনের মতো বাস চলাচল বন্ধ রয়েছে।

রোববার সকাল থেকে সিরাজগঞ্জ বাস টার্মিনাল থেকে কোনও বাস ছেড়ে যায়নি। অপরদিকে, ঢাকা থেকেও কোনও বাস সিরাজগঞ্জে আসেনি। হঠাৎ করে বাস বন্ধের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

সিরাজগঞ্জ বাস মালিক সমিতির নেতারা জানান, বঙ্গবন্ধু সেতু উদ্বোধনের পর থেকেই সিরাজগঞ্জের বাস মালিক সমিতির অন্তর্ভুক্ত সদস্যরা সিরাজগঞ্জ থেকে ঢাকা মহাখালী ও গাবতলী স্ট্যান্ডে বাস সার্ভিস দিয়ে আসছে। হঠাৎ করে ঢাকা মহাখালী বাস টার্মিনালের অন্তর্ভুক্ত বাস মালিকরা সেবা লাইন পরিবহনের ১৪টি বাস ঢাকা থেকে মহাখালী বাস টার্মিনালে  চলাচলের ঘোষণা দিলে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। বিষয়টি নিয়ে বিরোধ মিমাংসায় গত ৯ জুলাই সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। কিন্তু বিষয়টি অমীমাংসিত থেকে যায়। তবে উভয় পক্ষকে নিজেরা বসে মীমাংসার জন্য ১০ দিন সময় বেধে দেয়। কিন্তু হঠাৎ হতকাল শনিবার সকাল থেকে সিরাজগঞ্জের বাসগুলো ঢাকা মহাখালী বাস টার্মিনালে গেলে তারা বাসগুলো ফিরিয়ে দেয়। ফলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। সিরাজগঞ্জের পরিবহন শ্রমিকেরাও ঢাকার মহাখালী হতে আসা বাসগুলো ফিরিয়ে দিলে এই সংকটের সৃষ্টি হয়।