ওমেরা গ্যাস সরবরাহ করতে যাচ্ছে প্রযুক্তিসম্পন্ন এলপিজি সেবা
প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৭:২৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার
আবাসিক, শিল্প ও পরিবহন খাতে গ্যাসের চাহিদা পূরণে ওমেরা গ্যাস সরবরাহ করতে যাচ্ছে প্রযুক্তিসম্পন্ন এলপিজি সেবা।
শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে দেশের প্রথম এই এলপিজি সলিউশনের আনুষ্ঠানিক ঘোষনা দেয়া হয়। এ’সময় বক্তারা বলেন, দেশে ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পুরণে বিকল্প ও সাশ্রয়ী সেবা নিশ্চিতের লক্ষ্যে কাজ করে যাচ্ছে ওমেরা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জ্বালানী ও খনিজ সস্পদ মন্ত্রণালয়ের সচিব নাজিমউদ্দিন চৌধুরী, জাপানী রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে ও ওমেরা গ্যাস লিমিটেডের সিইও তোশিয়ুকি শিমবোরি।