ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

ঢাকা- কলকাতা যাওয়া-আসা করবে ৪ ট্রেন

প্রকাশিত : ০৭:২৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার | আপডেট: ০৭:২৬ পিএম, ১২ নভেম্বর ২০১৬ শনিবার

ঢাকা- কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেসে এখন সপ্তায় ৪টি ট্রেন যাওয়া-আসা করবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার সকালে ঢাকা ক্যান্টনমেন্ট রেলস্টেশনে নতুন এ ট্রেন যাত্রার উদ্বোধনী অনুষ্ঠান মন্ত্রী আরো জানান, আগামী বছরের জানুয়ারী থেকে খুলনা-কলকাতা রুটে আরো একজোড়া ট্রেন চালু হতে পারে। আগে রবি, সোম ও বুধবার ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশ থেকে ছাড়তো উল্লেখ করে মন্ত্রী জানান, এখন থেকে শুক্রবারও মৈত্রী এক্সপ্রেস ট্রেনে কলকাতা যাওয়া যাবে। সরকারের চলতি মেয়াদেই রেলের সব সমস্যার সমাধান হয়ে যাবে বলেও এ’সময় আশা প্রকাশ করেন রেলমন্ত্রী।