ঢাকা, রবিবার   ২৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৫ ১৪৩১

ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে বরিশালে মানববন্ধন

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার | আপডেট: ০৫:১২ পিএম, ১৫ জুলাই ২০১৯ সোমবার

চিৎকার করো মেয়ে, দেখি কত দুর গলা যায়, আমাদের শুধু হাতে মোমবাতি হাতে নিরব থাকার দায় এই শ্লোগান নিয়ে শিশু ও নারী ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি মুত্যুদণ্ড চেয়ে বরিশালে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার নগরীর অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান অমৃত লাল দে মহাবিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

কলেজ অধ্যক্ষ সুভাষ চন্দ্র পালের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন কলেজ প্রতিষ্ঠাতা সদস্য ও সাদা মনের মানুষ বিজয় কৃষ্ণ দে, সহকারী অধ্যাপক খলিলুর রহমান, সহকারী অধ্যাপক দুলাল মজুমদার, টুনু রানী কর্মকার, বৈশাখী চক্রবর্তী, অনিতা রানী বসু, লিঙ্কন দাস, দেবাশিষ চক্রবর্তী, পার্থ সারতি শর্মা, বিউটি সুলতানা খানম ও মো. সায়েম হোসেন, মহানগর আওয়ামী লীগ নারী নেত্রী নিগার সুলতানা হনুফা, শিক্ষার্থী লাদিবা নিরা, আদ্রিতা মিত্রী, সজিব, সুমাইয়া নিলাসহ কলেজের বিভিন্ন শিক্ষার্থীরা।

যত দ্রুত সম্ভব দেশব্যাপী ক্যান্সারের মত ছড়িয়ে পড়া ধর্ষণকারীদের আইনের আওতায় এনে ট্যাইব্যুনালের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে এ ধরনের ক্যান্সার নিমূর্ল করার জন্য সরকারের প্রতি জোড়াল দাবি জানান বক্তারা।