ঢাকা, বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৪ ১৪৩১

নিউজিল্যান্ডের হার নিয়ে যা বললেন জেসিন্ডা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:০৪ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার | আপডেট: ০৩:০৯ পিএম, ১৬ জুলাই ২০১৯ মঙ্গলবার

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে নিউজিল্যান্ডের পারফরমেন্সে সন্তুষ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। যদিও তার দেশ বিশ্বকাপ ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে গেছে।

তিনি বলেন, ‘ফাইনালে যেভাবে ব্ল্যাক ক্যাপসরা খেলেছে, তাতে আমি খুবই গর্বিত। আমার আশা, সব নিউজিল্যান্ডবাসীই এমনটা ভাবে। কারণ, দল যা খেলেছে, তা অনন্য।

জেসিন্ডা আরডার্ন একটু মজা করেই বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটে নিউজিল্যান্ডের হারে তিনি এতই দুঃখ পেয়েছেন যে ধকল কাটিয়ে উঠতে পারছেন না। তবে দলকে নিয়ে তিনি খুবই গর্বিত।’

এদিকে খেলা শেষে তিনি তার ইনস্টাগ্রামে দুই দলের খেলোয়াড়দের কোলাকুলির ছবি পোস্ট করে লেখেন, এটি অনস্বীকার্যভাবে একটি আশ্চর্যজনক খেলা।

জেসিন্ডা আরডার্ন লেখেন, আমি মনে করি একটি জাতি হিসেবে সুপার ওভারটি আমাদের কাছে এক বছরের সমান ছিল। ইংল্যান্ডকে অভিনন্দন। ব্ল্যাক ক্যাপদেরকেও অভিনন্দন।

দেশটির ক্রিকেট দলের উদ্দেশে তিনি লেখেন, আমি গর্ব ছাড়া আর কিছুই অনুভব করতে পারছি না। সত্যিই অসাধারণ একটি দল।

এমএইচ/