ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

দৌলতদিয়া ফেরিঘাটে পারাপারের অপেক্ষায় ৬ শতাধিক যানবাহন

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ০৭:৪৮ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

পদ্মা নদীতে পানি বৃদ্ধি, ফেরি ও ঘাট সংকটের কারণে দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে প্রায় ৬ শতাধিত যানবাহন। দীর্ঘ সময় অপেক্ষা করে নদী পার হতে না পারায় দুর্ভোগ পোহাচ্ছেন যানবাহন চালক ও যাত্রীরা।

বুধবার সকালে দৌলতদিয়া ফেরিঘাটে সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় কিলোমিটার দীর্ঘ বিভিন্ন যানবাহনের সারি রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ’র (বিআইডব্লিউটিসি) ব্যবস্থাপক (দৌলতদিয়া ঘাট) আবু আব্দুল্লাহ রনি বলেন, ‘দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ১৫টি ছোট বড় ফেরি রয়েছে। ৩টি ফেরি বিকল থাকায় এখন ১২টি ফেরি চলাচল করছে। পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের সৃষ্টি হয়েছে। ফলে স্বাভাবিক সময়ের চেয়ে পারাপারে দ্বিগু সময় ব্যয় হচ্ছে।’

এমএস/কেআই