ঢাকা, বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

রুরাল রিকনস্ট্রাকশন সঙ্গে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং চুক্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩ পিএম, ১৭ জুলাই ২০১৯ বুধবার

যশোর ভিত্তিক অলাভজনক স্বেচ্ছাসেবী উন্নয়ন সংস্থা রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) সাথে একটি এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

চুক্তি অনুযায়ী, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের কর্মীরা বেতন বিতরণ ও সব রিটেইল লোন সুবিধা যেমন, ক্রেডিট কার্ড, হোম লোন, অটো লোন ও পার্সোনাল লোনসহ ব্র্যাক ব্যাংকের সকল এমপ্লয়ি ব্যাংকিং সেবা উপভোগ করবে।

যশোরে ফাউন্ডেশনের অফিসে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংক লিমিটেডের রিটেইল ব্যাংকিং বিভাগের প্রধান নাজমুর রহিম ও রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) প্রতিষ্ঠাতা ও এক্সিকিউটিভ ডিরেক্টর ফিলিপ বিশ্বাস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র বিনিময় করেন। 

এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশনের (আরআরএফ) ডিরেক্টর (ফিন্যান্স ও অ্যাকাউন্টস) অরুণ কুমার বিশ্বাস, ডেপুটি ডিরেক্টর (এফ অ্যান্ড এ) সঞ্জয় সাহা এবং ব্র্যাক ব্যাংক লিমিটেডের এসএমই ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ আব্দুল মোমেন, লোকাল কর্পোরেট ও রিজিওনাল প্রধান (খুলনা ও আউটার ঢাকা রিজিওন) আল-আমিন, স্মল বিজনেস (পশ্চিম) বিভাগের প্রধান নজরুল ইসলাম, এমপ্লয়ি ব্যাংকিং বিভাগের প্রধান খন্দকার এমদাদুল হক, যশোরের ব্র্যাঞ্চ ও ক্লাস্টার ম্যানেজার তাওহিদুল ইসলাম, প্রমুখ।

কেআই/