ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১৩ ১৪৩১

বিজ্ঞানী রবার্ট হুকের জন্মদিন আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার | আপডেট: ১২:২৩ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

আজ ইংরেজ দার্শনিক, স্থপতি, বিজ্ঞানি এবং বহুশাস্ত্রবিদ রবার্ট হুক’র জন্মদিন। তিনি ১৬৩৫ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন। তিনি মারা যান ১৭০৩ সালের ৩ মার্চ।

১৬৬০ সালে বিজ্ঞানী হুক পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র আবিষ্কার করেন। যা ‘হুকের সূত্র’ নামে পরিচি। তার সূত্রের বিবৃতি হলো, ‘স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর পীড়ন এর বিকৃতির সমানুপাতিক।’

হুক রয়েল গ্ররনিচ মানমন্দির নকশা করেন। রয়েল কলেজ অব ফিজিশিয়ান্সও তারই নকশা করা।

RSL এর পূর্ণরূপ Royal Society oF London. ১৬৬৫ সালে রয়েল সোসাইটি অব লন্ডন এর যন্ত্রপাতির রক্ষক নিযুক্ত হয়েই ভাবলেন আগামী সাপ্তাহিক সভায় উপস্থিত বিজ্ঞ বিজ্ঞানীদের সামনে একটা ভালো কিছু উপস্থাপন করতে হবে। তিনি ভাবলেন অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে কিছু করা যায় কিনা। তিনি দেখলেন কাঠের ছিপি (cork) দেখতে নিরেট (solid) অথচ পানিতে ভাসে। এর কারণ কী? তিনি ছিপির একটি পাতলা সেকশন করে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করলেন। তিনি সেখানে মৌমাছির চাকের ন্যায় অসংখ্য ছোট ছোট কুঠুরি বা প্রকোষ্ঠ (little boxes) দেখতে পেলেন। তখন তার মনে পড়ল আশ্রমে সন্ন্যাসীদের বা পাদ্রিদের থাকার জন্য ছোট ছোট Cell (প্রকোষ্ঠ) তিনি দেখেছেন। এ থেকেই ছিপির little Boxes গুলোকে নাম দেন Cell

এসএ/