ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

নিত্যপণ্যের মূল্য নির্ধারণে ৫ প্রতিষ্ঠানকে আইনি নোটিশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

পবিত্র ঈদ উল আজহার আগে সিন্ডিকেট করে অনৈতিক ও বেআইনিভাবে মূল্যবৃদ্ধি ঠেকাতে ঈদ পর্যন্ত নিত্য পণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ ও ঘোষণা করার দাবি জানিয়েছে ভোক্তা অধিকার সংস্থা ‘কনসাস কনজুমার্স সোসাইটি’ (সিসিএস)। 

সর্বোচ্চ নির্ধারণ ও ঘোষণা না করা হলে কেন করা হবে তাও জানতে চাওয়া হয়েছে এ নোটিশে।

জানা যায়, ঈদের এক মাস আগেই সিন্ডিকেট করে পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রেক্ষিতে বৃহস্পতিবার এ পদক্ষেপ নিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা বেসরকারি এ সংস্থাটি।

খাদ্য, বাণিজ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ডিএনসিআরপি) মহাপরিচালক এবং ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যানের কাছে তিন দিনের মধ্যে নোটিশের জবাব চেয়ে সিসিএসের পক্ষ থেকে ডাকের মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল মোমিন।

নোটিশে বলা হয়, ঈদকে সামনে রেখে সম্প্রতি অনৈক ও অবৈধ সিন্ডিকেট করে পণ্যের মূল্য বৃদ্ধি করা হয়েছে। বিশেষ করে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ থাকার পরও মূল্য দ্বিগুণ করা হয়েছে। ফলে ভোক্তা সাধারণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সম্প্রতি বিভিন্ন সরকারি কর্তৃপক্ষও বিষয়টি স্বীকার করে গণমাধ্যমে বক্তব্য দিয়েছে। তবে এ বিষয়ে কোনো সরকারি কর্তৃপক্ষকে ফলপ্রসু পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে নোটিশে দাবি করা হয়।

আসন্ন ঈদ পর্যন্ত নিত্য পণ্য যেমন পেঁয়াজ, রসুন, হলুদ, তেল ইত্যাদির সর্বোচ্চ খুচরা মূল্য নির্ধারণ ও ঘোষণার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে প্রতি বছর ঈদের আগে অসৎ ব্যবসায়ী ও সিন্ডিকেটের মূল্য বৃদ্ধি ঠেকাতে অন্তত এক মাস আগে থেকে এমন ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়েছে।

ঈদ পর্যন্ত নিত্যপণ্যের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা না হলে কেন তা করা হবে না তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। অন্যথায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও সিসিএসের এ আইনি নোটিশে বলা হয়। 

এমএস/