ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

ঠাকুরগাঁয়ে সূর্যমুখী আম (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৩:৪২ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী এখন সূর্যপূরী আমের জন্য বিখ্যাত। মৌসুমের শেষ সময়ে এই আম পুষ্ট হয় বলে এর চাহিদা ব্যাপক। আম নির্ভর  শিল্প গড়ে উঠলে চাষীরা আরো লাভবান হতো বলে জানায় জেলা কৃষি বিভাগ

দুই বিঘা জমি জুড়ে যে গাছের বস্তৃতি, এটি সূর্যপূরী আমের আদিবৃক্ষ। বয়সী হল্ওে ফলের সম্ভার নিয়ে দাঁড়িয়ে আছে

সূর্যপুরী আম আকারে বড়। স্বাদে মিষ্টি। একারণে জনপ্রিয়তায় কমতি নেই সূর্যপুরী আমের। বালিয়াডাঙ্গীর রোড বাজার সূর্যপূরী আমের পাইকারি মোকাম।

ঠাকুরগাঁওয়ে সূর্যপুরী আমের বাগান রয়েছে ৫৫০টি। হাজার শত ৭০ হেক্টর জমিতে এজাতের আম উৎপাদন হয়। বছরের লক্ষ্যমাত্রা  ২৫হাজার মেট্রিকটন।

জেলায় সূর্যপুরি আম নির্ভর শিল্প গড়ে উঠবে বলে আশা আম চাষীদের।                     

https://youtu.be/wHs7ez8br44