ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কায় ফেভারিট ‘অভিজ্ঞ’ বাংলাদেশ! 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:৫৮ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

সদ্য সমাপ্ত ইংল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণকারী দশ দলের মধ্যে আট নম্বরে অবস্থান করেই আসর শেষ করে বাংলাদেশ। আর টাইগারদের থেকে এক পয়েন্ট বেশি নিয়ে ছয়ে থেকে টুর্নামেন্ট শেষ করেছে শ্রীলঙ্কা। তবুও আসন্ন লঙ্কা সফরে ফেভারিট বাংলাদেশ!

পয়েন্ট তালিকা বলছে, পেছনের সারির দলগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে তুলনামূলক এগিয়ে শ্রীলঙ্কা। তবে এগিয়ে থাকা মানেই যে লঙ্কানরা খুব ভালো খেলেছে, বিষয়টি কিন্তু তা নয়। আসরে না খেলেই বৃষ্টির কল্যাণে ২টি পয়েন্ট উপহার পেয়েছে তারা। ব্রিস্টলে ম্যাচটা বৃষ্টিতে ভেসে না গেলে বোঝা যেত শক্তিমত্তায় শ্রীলঙ্কার চেয়ে বাংলাদেশ এখন কতটা এগিয়ে।
 
অবশ্য এর আগেই আন্তর্জাতিক ক্রিকেটে সর্বশেষ তিন সাক্ষাতেই লঙ্কানদের হারিয়েছে বাংলাদেশ। এ পরিসংখ্যান দেখে অনেকে ধরে নিয়েছিলেন, ব্রিস্টলে শ্রীলঙ্কাকে হারাতে পারত বাংলাদেশ। তবে যেটা হয়নি সেটা নিয়ে ভেবে তো আর লাভ নেই! সামনে এখন আবারও সেই শ্রীলঙ্কা। তিন ওয়ানডের এই সিরিজে বাংলাদেশ কতটা এগিয়ে থাকবে? সেটাই দেখার বিষয়।

তার আগে অবশ্য প্রশ্নটির একটা জবাব দিয়েছেন টাইগার ব্যাটিং অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন। আসন্ন শ্রীলঙ্কা-সিরিজে বাংলাদেশকেই এগিয়ে রাখছেন তিনি, ‘সবদিক দিয়ে যদি চিন্তা করেন, এই সিরিজে আমরাই ফেভারিট থাকব। খুব ভালো একটা সিরিজ আশা করছি।’

সাম্প্রতিক রেকর্ড বা পরিসংখ্যানের ভিত্তিতে নয়, মোসাদ্দেক নিজেদের ফেভারিট মানছেন অন্য দুটি কারণে। তা হলো- তার মতে, ‘ব্যাটিং-বোলিং দুটি বিভাগেই ভালো অবস্থানে আছি। অভিজ্ঞতার কথা চিন্তা করলেও আমরা ভালো জায়গায় আছি। এ জায়গায় সব সময়ই বিশ্বের অন্য দলগুলোর তুলনায় এগিয়ে থাকি (ওয়ানডেতে)।’

এ সিরিজে বাংলাদেশকে এগিয়ে রাখলেও স্বাগতিকরাও যে খুব একটা পিছিয়ে নেই, সেটাও মানছেন বাংলাদেশের তরুণ এ ব্যাটিং অলরাউন্ডার। সৈকত বলেন, ‘বিশ্বকাপের আগ থেকেই আমাদের ব্যাটসম্যানরা সবাই ভালো ছন্দে আছে। ব্যাটিংয়ে আমরা খুব ভালো করেছি বিশ্বকাপে। কোনো দলকে ছোট করে দেখতে চাই না। শ্রীলঙ্কাও খুব পিছিয়ে নেই, তারাও ভালো অবস্থানে আছে।’

তাইতো মোসাদ্দেকের মতই সব মিলিয়ে দারুণ একটা জমজমাট সিরিজ আশা করছেন সবাই। কোটি টাইগার ভক্তের আশা, বিশ্বকাপের মত দুর্দান্ত খেলেই সিরিজ জিতবে বাংলাদেশ। 

এনএস/আরকে