ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১০ ১৪৩১

এবছরও ১০০ মুক্তিযোদ্ধাকে চিকিৎসা দেবে ভারত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:২৪ পিএম, ১৮ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

বাংলাদেশ-ভারতভারত সরকার প্রতিবছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দেওয়ার জন্য নতুন প্রকল্প চালু করেছে। এ প্রকল্পের আওতায় ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালগুলোতে বিনামূল্যে এবছর ১০০ জন মুক্তিযোদ্ধাকে চিকিৎসাসেবা দেওয়া হবে। বিষয়টি বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতীয় হাই কমিশন ও বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে বাংলাদেশের সব জেলা থেকে অসুস্থ মুক্তিযোদ্ধাদের বাছাই করবে। এবছরও ১০০ জন মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করে ভারতীয় সশস্ত্র বাহিনীর হাসপাতালে চিকিৎসাসেবা দেওয়া হবে।

এ বিষয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.molwa.gov.bd) একটি বিজ্ঞাপন  দেওয়া হয়েছে। ওয়েবসাইট দেখে  আবেদনকারীদের নির্ধারিত ফরমে আগামী ২২ আগস্টের মধ্যে নিজ নিজ জেলার সিভিল সার্জনের কার্যালয়ে আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

 টিআর/