ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১১ ১৪৩১

‘সরি বাবা তোমার ব্যাংক ব্যালেন্স হতে পারলাম না’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫ এএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

এইচএসসিতে ‘গোল্ডেন এ প্লাস’ না পাওয়ায় চিরকুট লিখে স্বাধীন বিশ্বাস (১৭) নামে এক ছাত্র আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করে ওই শিক্ষার্থী। কোচিং করার জন্য বন্ধুদের সঙ্গে সেখানে বাসা ভাড়া নিয়েছিল স্বাধীন। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার এসআই সাজেদুল।

চিরকুটে স্বাধীন বিশ্বাস লেখেন, ‘সরি বাবা তোমার ব্যাংক ব্যালেন্স হতে পারলাম না, মাফ করে দিও, মা অনেক ভালবাসি তোমাদের, বোনকে দেখে রেখো, বেশি মন খারাপ করো না, আর বাবাকে বল বেশি যেন টেনশন না করে’।

আরেক পাতায় লেখা রয়েছে ‘ভালো থাকিস তোরা সবাই, ভুল করে থাকলে মাফ করে দিস, সিরিয়াস.....স্বাধীন’।

এসআই সাজেদুল বলেন, বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে খবর পেয়ে দরজা ভেঙে আমরা ভিতরে ঢুকে তার লাশ ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে রাত ১১টার সময় তার আত্মীয় স্বজনের উপস্থিতিতে সুরতহাল তৈরি করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় খারাপ করার কারণে সে আত্মহত্যা করেছে।