ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

শ্রীলঙ্কায় যাওয়া হচ্ছে না মাশরাফির!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬ পিএম, ১৯ জুলাই ২০১৯ শুক্রবার

আসন্ন শ্রীলঙ্কা সফর নিয়ে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন মাশরাফি। সেখানে এই সফরকে নিজের শেষ বিদেশ সফর বলেও উল্লেখ করেন অধিনায়ক। কিন্তু সেই সংবাদ সম্মেলনের কিছুক্ষণ পরই এত বড় দুঃসংবাদ অপেক্ষা করছে, তা কে ভেবেছিল! যার ফলে এখন শ্রীলঙ্কা সফরে যাওয়া হচ্ছে না মাশরাফির!

সদ্য সমাপ্ত বিশ্বকাপটাই খেলেছেন হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে। পুরোপুরি ফিট ছিলেন না বলে যার প্রভাব পড়েছে তাঁর পারফরম্যান্সেও। আজ বিকেলে সফর-পূর্ব সংবাদ সম্মেলনে মাশরাফি বিন মুর্তজা অবশ্য বলছিলেন, অনেকটা সেরে উঠেছেন। কিন্তু এরপরই ঘটলো বিপত্তিটা।

সন্ধ্যায় বোলিং অনুশীলন করতে গিয়ে আবারও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মাশরাফি। তাঁর কাতর মুখ দেখেই বোঝা যাচ্ছিল চোটটা হালকা নয়। পরে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘সে (মাশরাফি) সিরিজ থেকে ছিটকে পড়েছে। অন্তত তিন সপ্তাহ লাগবে চোট থেকে সেরে উঠতে।’ 

এসময় মাঠেই ছিলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। শ্রীলঙ্কা সফরের আগের দিন মাশরাফির এভাবে ছিটকে পড়ায় ভীষণ হতাশ তিনি। আকরাম যেমনটি বললেন, ‘হ্যাঁ, আমাদের জন্য এটা অনেক বড় ধাক্কা।’

এর আগে ওভালে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই মাশরাফি জানিয়েছিলেন, হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে খেলছেন। এ চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি টুর্নামেন্টের শেষ ম্যাচের আগেও। তবে শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে বলছিলেন, ‘দুদিন ধরে অনুশীলন করছি। সমস্যা হচ্ছে না। আশা করি সব ঠিকঠাক আছে।’

এদিন সন্ধ্যায় ফ্লাড লাইটের আলোয় অনুশীলন করতে গিয়েই টাইগারদের অকুতোভয় বীর মাশরাফি আবারো চোট পেলেন সেই পুরোনো জায়গায়। এমনিতেই শ্রীলঙ্কা সফরে ছুটিতে আছেন দুর্দান্ত ছন্দে থাকা সাকিব আল হাসান। বিয়ের কারণে ছুটিতে আছেন লিটন দাস। আর চোটে পড়ে শেষ মুহূর্তে ছিটকে গেলেন অধিনায়ক মাশরাফিও। 

ফলে শেষ পর্যন্ত দেখা যাচ্ছে, শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা বেশ কঠিনই হতে যাচ্ছে বাংলাদেশের জন্য।

এনএস/আরকে