ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   ভাদ্র ৩১ ১৪৩২

কলারোয়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ০৯:১৩ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

সাতক্ষীরার কলারোয়ায় দেড় কেজি গাঁজাসহ কাজী শাহনেওয়াজ (৩৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার ভোরের দিকে সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মুরারীকাটি গ্রামের নিজ বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী পৌর সদরের মুরারীকাটি গ্রামের কাজী খবির উদ্দীনের ছেলে।

সাতক্ষীরা ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজী শাহনেওয়াজকে তার বাড়ির সামনে থেকে গাঁজাসহ আটক করা হয়। আটককৃত গাজার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা। এ বিষয়ে কলারোয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।

কেআই/