ঢাকা, শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪,   বৈশাখ ৬ ১৪৩১

হাসপাতালে ভ্যাকসিন না থাকায় সাপুড়ের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৩ পিএম, ২০ জুলাই ২০১৯ শনিবার

নড়াইলে বিষধর পোষা সাপের দংশনে সাপুড়ের মৃত্যু হয়েছে। সাপের কামড়ের পর সাপুড়ে আনোয়ার হোসেন (৩৫) অসুস্থ হয়ে পড়লে শনিবার দুপুরে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালে এন্টি ভেনাম ইনজেকশন সরবরাহ না থাকায় তাকে চিকিৎসা দেয়া সম্ভব হয়নি। ভর্তির পর বেলা সাড়ে তিনটার দিকে তিনি মারা যান। নিহত আনোয়ার মাগুরা জেলার শালিখা উপজেলার গঙ্গারামপুর গ্রামের কাশেম শেখের ছেলে।

নিহতের স্বজন সূত্রে জানা যায়, সাপুড়ে আনোয়ার শনিবার সকালের দিকে তার পোষা বিষধর সাপকে খাবার খাওয়াতে গেলে সাপ তাকে দংশন করে। পরে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানেই তিনি মারা যান।

বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আব্দুস শাকুর বলেন, হাসপাতালে ভ্যাকসিন সরবরাহ না থাকায় তাকে এন্টি ভেনাম ইনজেকশন দেয়া সম্ভব হয়নি।

এনএম/কেআই