ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

নিউজিল্যান্ডে ভূমিকম্প ও সুনামি পরবর্তী উদ্বারকাজ ব্যাহত

প্রকাশিত : ১২:৫৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ১২:৫৬ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার

ভারি বৃষ্টির কারণে নিউজিল্যান্ডে ভূমিকম্প ও সুনামি পরবর্তী  উদ্বারকাজ ব্যাহত হচ্ছে। ভারী বৃষ্টির সাথে প্রবল বাতাসের জন্য উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিস্টরা।  সোমবার সকালে  ক্রাইস্টচার্চে দ্বিতীয় দফায় ভূমিকম্পন অনুভূত হয়। এর কয়েক ঘণ্টা আগেই  সেখানে ৭ দশমিক ৮ মাত্রার ভূকম্পন অনুভূত হয়। প্রায় ১২শ পর্যটক উত্তর-পূর্ব উপকূলে আটকা পড়েছে। প্রথম দফা ভূমিকম্পে ক্রাইস্টচার্চে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভূমিকম্প ও সুনামির পর হাজার হাজার মানুষ নিরাপদ জায়গায় আশ্রয় নেয়।