ঢাকা, বৃহস্পতিবার   ৩০ মে ২০২৪,   জ্যৈষ্ঠ ১৬ ১৪৩১

এনআরবি গ্লোবাল ব্যাংকের অর্ধ-বার্ষিক সম্মেলন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬ পিএম, ২১ জুলাই ২০১৯ রবিবার

এনআরবি  গ্লোবাল ব্যাংকের অর্ধ-বার্ষিক ব্যবস্থাপক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে।  রোববার গুলশানস্থ একটি হোটেলে এটি অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরীরের সভাপতিত্বে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত,অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. গোলাম সারওয়ার মো. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী মশিউর রহমান জিহাদ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান এবং ৫৭টি শাখার ব্যবস্থাপকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় চলতি বছরের অর্জিত সাফল্যের পর্যালোচনা এবং লক্ষ্যমাত্রা বাস্তবায়নের বিভিন্ন বিষয়াদি আলোচনা করা হয়। এছাড়া এতে ২০১৯ সালে দেশের বিভিন্ন অঞ্চলে আরো বেশ কিছু শাখার উদ্বোধন করা হবে বলে জানানো হয়।

এনএম/কেআই