সাতক্ষীরার সীমান্তের বিএসএফের গুলিতে বাংলাদেশী রাখাল নিহত
প্রকাশিত : ০৪:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার | আপডেট: ০৪:২৫ পিএম, ১৫ নভেম্বর ২০১৬ মঙ্গলবার
সাতক্ষীরার কুশখালি সীমান্তের ভারতীয় সীমান্ত রক্ষী বিএসএফের গুলিতে এক বাংলাদেশী রাখাল নিহত হয়েছেন। ধরে নিয়ে যাওয়া হয়েছে আরো একজনকে।
সীমান্তের আমুদিয়া ৭ নম্বর সাব পিলারের কাছে এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, ভোরে বেশ কয়েকজন ভারতে থেকে গরু নিয়ে ফেরার সময় বিএসএফ গুলি চালায়। এসময় অন্যরা বাংলাদেশে চলে আসতে পারলেও এক জন নিহত হয়। একজনকে ধরে নিয়ে যায় বিএসএফ। মৃতদেহ ফিরিয়ে আনতে এবং আটক বাংলাদেশের মুক্তির জন্য পতাকা বৈঠক আহবান করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।