ঢাকা, শুক্রবার   ২৯ মার্চ ২০২৪,   চৈত্র ১৪ ১৪৩০

ফসলের মাঠ থেকে চাঁদের পথে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২২ জুলাই ২০১৯ সোমবার

একসময় বাবার হাত ধরে মাঠের কাজে নেমে পড়তেন ৷ আর আজ সেখান থেকেই চন্দ্রযান ২ মিশনের গুরু দায়িত্বে ভারতের হুগলির বাঙালি চাষীর ছেলে চন্দ্রকান্ত ৷

দীর্ঘ প্রতীক্ষা শেষে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-২। দৈত্যাকার রকেটটি ভারতের অন্ধপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সোমবার দুপুর ২.৪৩ মিনিটে যাত্রা শুরু করে।

গত সপ্তাহে যাত্রা শুরু করার কথা থাকলেও, ছাড়ার ঠিক ৫৬ মিনিট আগে যান্ত্রিক গোলযোগ দেখা দেওয়ায় যাত্রা স্থগিত রাখা হয়। কিন্তু এবার ভারতবাসীর স্বপ্ন পূরণে সফলভাবে উৎক্ষেপণ করা হলো যানটি।  আর কোটি কোটি ভারতীয় জনগনের পাশাপাশি তার পিতাও  ছেলের সাফল্যের জয়গাথার সাক্ষী হয়েছেন। 

একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, ছেলের কাজ সম্পর্কে তিনি বিশেষ কিছু জানেন না, কিন্তু ছেলের ওপর তার সিনিয়ররা খুবই ভরসা করেন এবং তাঁকে গুরুভারও দিয়েছেন ৷ কিন্তু এর আগে চন্দ্রযান ২-এর উড়ান শেষ মুহূর্তে বন্ধ করে দেওয়ায় খুবই খারাপ লেগেছে তাঁদের ৷ কিন্তু এই মিশন যে সফল হবেই সে বিষয়ে যথেষ্ট আশাবাদী তিনি ৷

২০০১ সালে ইসরোতে যোগদানের পরে ক্রমশই নিজের কাজের মাধ্যমেই সামনে এগিয়ে গিয়েছেন চন্দ্রকান্ত ৷ হয়ে উঠেছেন চন্দ্রযান ২-এর অন্যতম প্রধান বিজ্ঞানী ৷ চন্দ্রাকান্ত ভাই শশীকান্তও একজন বিজ্ঞানী ৷ তিনি বর্তমানে ইন্ডিয়ান স্পেস এজেন্সিতে কর্তব্যরত ৷

চন্দ্রযান ২ অভিযানে চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারত ৷ অপরদিকে, সেই অংশটিতে নাসাও যাওয়ার উদ্যোগ নিচ্ছে ৷ 

উল্লেখ্য, গত ডিসেম্বরেই ট্রাম্প চন্দ্রাভিযানের নির্দেশ দিয়েছিল ৷ চাঁদের ওই অন্ধকার অংশটি থেকে পাথর তুলে আনবে রোবট ৷ সেই পাথর পরীক্ষাগারে পরীক্ষা নিরীক্ষা করা হবে বলে জানা যাচ্ছে ৷ 

এনএম/এসি