ঢাকা, মঙ্গলবার   ১৩ মে ২০২৫,   বৈশাখ ২৯ ১৪৩২

বিশ্বকাপ বাছাই পর্বে অবশেষে স্বস্তির জয়ের দেখা পেল আর্জেন্টিনা

প্রকাশিত : ০৯:২১ এএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৯:২১ এএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

ল্যাটিন অ্যামেরিকা অঞ্চলে বিশ্বকাপ বাছাই পর্বে অবশেষে স্বস্তির জয়ের দেখা পেল আর্জেন্টিনা। বুয়েন্স আয়ার্সে গুরুত্বপূর্ন ম্যাচে লিওনেস মেসির নৈপুন্যে কলম্বিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টাইনরা। ১০ মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এই বিশ্ব সেরা ফরোয়ার্ড মেসি। ২৩ মিনিটে প্রাতো আরো একটি গোল করে ব্যবধান বাড়ান। বিরতির আগে অবশ্য আর গোলের দেখা পায়নি বাউজার শিষ্যরা। বিরতির পরও ৮৪ মিনিটে অ্যাঙ্গেল ডি মারিয়া আরো একটি গোল করে স্বাগতিক দর্শকদের উল্লাসে মাতান। এই জয়ে ১২ খেলায় ১৯ পয়েন্ট নিয়ে রাশিয়া বিশ্বকাপ খেলার স্বপ্ন বাচিয়ে রাখলো আর্জেন্টিনা।