ঢাকা, শনিবার   ১০ মে ২০২৫,   বৈশাখ ২৬ ১৪৩২

নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আরো ১ জন গ্রেফতার

প্রকাশিত : ০৯:৩৮ এএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৯:৩৮ এএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় আরো ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতের নাম আমিরুল চকদার। আমিরুল নাসিরনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার সন্দেহে তাকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে গ্রেফতারের সংখ্যা দাড়িয়েছে ৮৫তে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।