ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪,   বৈশাখ ১২ ১৪৩১

সংসদ ভবন এলাকায় বোমাতঙ্ক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৮:৫৬ এএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

রাজধানীর সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউয়ের খামারবাড়ী চত্তর থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার দিনগত রাত ১টার পর এ বোমা সদৃশ বস্তুটি দেখতে পায় সেখানে কর্মরত মেট্রোরেল প্রকল্পের কর্মীরা।

তারা জানায়, খামারবাড়ী চত্তরে এই বস্তুটি প্রথম দেখতে পান। চত্তরে দায়িত্বরত পুলিশরাও এটি দেখতে পান।

বস্তুটি বোমা কিনা নিশ্চিত হতে ঘটনাস্থলে ইতিমধ্যে পৌঁছেছেন পু‌লি‌শের বোমা ডিস‌পোজাল ইউ‌নিট। বস্তুটি আসলেই বোমা কি না এটা জানতে একটি রোবট পাঠানো হয়েছে। 

বর্তমানে খামারবাড়ী চত্তরকে ঘিরে রেখেছে পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার আনিসুর রহমান জানান, বোমা সদৃশ বস্তু দেখতে পেয়ে ট্রাফিক পুলিশ সদস্যদের সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। বোমা কি না তা পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।