ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

ছেলেধরা গুজবে পুলিশে দিল দুই বুদ্ধিপ্রতিবন্ধীকে

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ০৮:০৪ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার | আপডেট: ০৮:৩৯ পিএম, ২৪ জুলাই ২০১৯ বুধবার

নড়াইলে ছেলেধরা সন্দেহে দুই বুদ্ধিপ্রতিবন্ধীকে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।আজ বুধবার সকালে তাদের আটক করেন স্থানীয় জনতা।
জানা গেছে, ববিতা খানম(৩৫) নামে এক নারীকে নড়াইল সরকারি কলেজের ছাত্রাবাস এবং হাসান (২৪) নামে এক যুবককে দুপুরে রূপগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ছেলেধরা সন্দেহে আটক করে পুলিশে দেওয়া হয়। তারা সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন।

ববিতা নারায়ণগঞ্জের বন্দর থানার জহরার গ্রামের শওকত হোসেনের স্ত্রী এবং হাসান পটুয়াখালীর মির্জাগঞ্জ থানার বৌদ্ধপাশা গ্রামের মাহাতাব উদ্দিনের ছেলে।

নড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন জানান, তারা দু’জন থানা হেফাজতে রয়েছেন। তাদের অভিভাকদের কাছে তাদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তারা দুইজনই বুদ্ধিপ্রতিবন্ধী। 
এমএস/কেআই