সিলেট বিমানবন্দরে সোয়া ৯ কেজি স্বর্ণ উদ্ধার
প্রকাশিত : ০৫:১৮ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৯:৫৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া ৯ কেজি ওজনের ৮০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার ভোরে আবুধাবি থেকে সিলেটে আসা বিমানের ভেতর থেকে ওই স্বর্ণের চালান আটক করা হয়। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সকালে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিটের নিচে পরিত্যক্ত একটি ব্যাগ পাওয়া যায়। এ’সময় কর্তৃপক্ষ সেটি উদ্ধার করে স্বর্ণের বারগুলো পায়। তবে, কোনো যাত্রীই ব্যাগটির মালিকানা দাবি করেনি। চালানটি কোথায় যাচ্ছিল সে ব্যাপারে তদন্ত হবে বলে জানায় কতৃপক্ষ। উদ্ধার করা স্বর্ণের মূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।