ঢাকা, শনিবার   ০৫ জুলাই ২০২৫,   আষাঢ় ২১ ১৪৩২

বিরতি ভেঙে ফিরছেন হাসান মাসুদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১ এএম, ২৫ জুলাই ২০১৯ বৃহস্পতিবার

সুদর্শন চেহারা অথবা সুঠাম দেহ অভিনেতা হওয়ার পূর্ব শর্ত- এ কথা তিনি মিথ্যা প্রমাণ করেছেন। অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন দর্শকদের হৃদয়। তিনি আর কেউ নন, অভিনেতা হাসান মাসুদ। দীর্ঘদিন তিনি অভিনয়ের বাইরে ছিলেন। প্রায় তিন বছর। অবশেষে বিরতি ভেঙে কলকাতার একটি চলচ্চিত্রে অভিনয় করছেন তিনি।

শিশুসাহিত্যিক সুকুমার রায়ের গল্পে চলচ্চিত্রটি নির্মাণ করছেন কলকাতার পরিচালক দেবরাজ; প্রধান চরিত্রে অভিনয় করবেন হাসান মাসুদ। চলচ্চিত্রের বাকি অভিনয়শিল্পী ও কলাকুশলী নেওয়া হবে কলকাতা থেকে।

এ বিষয়ে গণমাধ্যমকে তিনি বলেন, ‘ইউটিউবে আমার কাজগুলো দেখে উনি (পরিচালক) আমাকে চরিত্রটা করার প্রস্তাব দেন। আমি মোটামুটি সম্মতি দিয়েছি। আগামী মাসে উনি ঢাকায় এলে পুরো বিষয়টি চূড়ান্ত করব।’

এক সময়ের তুমুল ব্যস্ত এ অভিনয়শিল্পীকে ২০১৬ সালের পর থেকে আর কোনো নাটক-চলচ্চিত্রে দেখা যায়নি। মাঝে বেশকিছু নাটক-চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেলেও সাড়া দেননি।

প্রায় তিন বছর অভিনয়ের বাইরে থাকার কারণ হিসেবে হাসান মাসুদ বলেন, ‘প্রতিদিন সকাল-সন্ধ্যা অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গিয়েছিলাম। ফলে কাজগুলো খুব একটা উপভোগ করছিলাম না; ফলে আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছি।’

অভিনয়ের বাইরে থাকা তিনটি বছর নিয়ে তিনি বলেন, ‘নিশ্চিন্তে ছিলাম। নির্মল একটা জীবন কাটিয়েছি। ঘর থেকেও বের হই নি। আমার কোনো টেনশন ছিলো না যে কালকে শুটিং আছে কিংবা পরশু শুটিং আছে।’

তবে ভালো চিত্রনাট্য পেলে আবারও অভিনয়ে নিয়মিত হতে চান ৫৭ বছরে পা দেওয়া এ অভিনয়শিল্পী।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় হাসান মাসুদের। ‘ব্যাচেলর’ ছাড়াও অভিনয় করেন মোস্তফা সরফার ফারুকীর ‘মেড ইন বাংলাদেশ’ চলচ্চিত্রে। পাশাপাশি অসংখ্য দর্শকপ্রিয় নাটকে অভিনয় করেন তিনি।

এসএ/