ঢাকা, মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫,   পৌষ ৯ ১৪৩২

সাংসদ বদির ৬ মাসের জামিন মঞ্জুর, জরিমানার আদেশও স্থগিত

প্রকাশিত : ০৬:৩৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার | আপডেট: ০৬:৩৩ পিএম, ১৬ নভেম্বর ২০১৬ বুধবার

কক্সবাজারের সাংসদ আবদুর রহমান বদিকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। একইসঙ্গে তার জরিমানার আদেশও স্থগিত করা হয়েছে। নিম্ন আদালতের সাজার রায়ের বিরুদ্ধে বদির করা আপিলের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ রুহুল কুদ্দুসের নেতৃত্বাধীন হাইকোর্টের একক বেঞ্চ এই আদেশ দেন। এতে বদির মুক্তিতে আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী নাসরিন সিদ্দিকা লিনা। এদিকে, এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে দুদক।