ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫,   আশ্বিন ১ ১৪৩২

পানির ৯২ ফুট নিচে সামরিক জাদুঘর 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫২ এএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

সাগরতলে সামরিক জাদুঘর! পানির ৯২ ফুট নিচে এর অবস্থান। ট্যাঙ্ক, সাঁজোয়া যান ও হেলিকপ্টার ডুবিয়ে বিশেষ এ জাদুঘর উন্মোচন করেছে জর্ডান।

গত বুধবার দেশটির আকাবা শহরের উপকূলে এ সামরিক জাদুঘরটি উদ্বোধন করা হয়। আর এটাই পানির নিচে মধ্যপ্রাচ্যের দেশটির প্রথম জাদুঘর।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগরের একটি মগ্ন প্রবাল প্রাচীরে যুদ্ধ সজ্জার অনুকরণে সামরিক যানগুলো সাজানো হয়েছে। এটি পর্যটকদের একটি ‘নতুন ধরনের’ জাদুঘরের অভিজ্ঞতা দিবে বলে আশা স্থানীয় কর্তৃপক্ষের। 

সব বাহন ডোবানোর আগে সব বিপজ্জনক উপকরণ সরিয়ে ফেলা হয়েছে বলে নিশ্চিত করেছে আকাবা বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ। পর্যটকরা গ্লাসের মেঝেওলা বোট, স্কুবা ডাইভিং ও ডাইভিং মাস্ক পরে পানির ভেতরে সাঁতার কেটে জাদুঘরটিতে যেতে পারবেন।