ঢাকা, শুক্রবার   ১৩ সেপ্টেম্বর ২০২৪,   ভাদ্র ২৯ ১৪৩১

হামবুর্গ ইউরোপিয়ান ওপেনের কোয়ার্টারে জেরেভ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৪:০২ পিএম, ২৬ জুলাই ২০১৯ শুক্রবার

হামবুর্গ ইউরোপিয়ান ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন আলেকজান্ডার জেরেভ। শেষ আটে ওঠার লড়াইয়ে আর্জেন্টিনার ফেডেরিকো ডেলবনিসকে হারিয়েছেন তিনি।

প্রথম সেটে ৬-৪ গেমের জয়ে এগিয়ে যান জার্মান তারকা আলেকজান্ডার জেরেভ। পিছিয়ে পরে দ্বিতীয় সেটের প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুললেও শেষ পর্যন্ত আর ম্যাচে ফিরতে পারেননি ফেডেরিকো।

দ্বিতীয় সেটে তিনি হেরে যান ৭-৬ গেমে। আর এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে যান ফেডেরিকো।